ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনার কারণে বদলে গেল ‘পাঁচফোড়ন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
করোনার কারণে বদলে গেল ‘পাঁচফোড়ন’ চঞ্চল চৌধুরী

প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। তবে এবারের পর্বটি থাকছে ভিন্ন রকম।  পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে করোনায় আক্রান্ত নববর্ষ উদযাপন নিয়ে।

প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের আয়োজনে দেখা যাবে জনৈক ব্যক্তির বাসায় তার এক দূরসম্পর্কের ভাই বেড়াতে এসে করোনার কারণে আটকা পড়েন। ব্যক্তির বাসায় আগে থেকেই তার শ্যালক ছিল।

এই তিন ব্যক্তির মধ্যে করোনা সম্পর্কে নানান সচেতনতামূলক আলোচনা, বিভিন্ন মতামত ও করণীয় সম্পর্কে আলাপ হতে থাকে।

তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটিকা ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব প্রতিবেদন।

এতে অতিথির চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, গৃহকর্তার চরিত্রে শুভাশিস ভৌমিক এবং শ্যালকের চরিত্রে অভিনয় করেছেন সজল।

এবারের পাঁচফোড়নে মূল গান থাকছে দুটি। একটি গেয়েছেন এস আই টুটুল। নববর্ষকে নিয়ে গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর-সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। পরিবেশন করেছে ধ্রুবতারা ব্যান্ড। এছাড়াও সংগৃহীত কথায় কানাই লাল শীলের সুরে পল্লীগীতি ‘মাঝি বাইয়া যাওরে...’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

ঢাকা ও ঢাকার আশপাশে বিভিন্ন লোকেশনে গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে।

এছাড়াও দৃষ্টিপ্রতিবন্ধী আবদুল খোন্দকারের খালি হাতে বিচিত্র বংশীবাদন ছাড়াও সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাটের ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বায়োস্কোপের ওপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। এছাড়াও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামের সমীরণ দত্তের পরিত্যক্ত গাছের শিকড় দিয়ে বানানো চমৎকার নকশার প্রয়োজনীয় আর ব্যবহার্য বিভিন্ন শিল্পকর্ম নিয়ে থাকছে আরেকটি বিশেষ প্রতিবেদন।

পাঁচফোড়ন-এর নাট্যাংশগুলোতে অভিনয় করেছেন আব্দুল আজিজ, কাজী আসাদ, মোহাম্মদ বারী, জাহিদ শিকদার, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, সুর্বণা মজুমদার, সাজ্জাদ সাজু, সেঁজুতি, মতিউর রহমান, বাহার, হাশিম মাসুদসহ অনেকে।

মঙ্গলবার  (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রাত ৮টায় এটিএন বাংলায় 'পাঁচফোড়ন' প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।