ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনায় প্রাণ গেল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি গায়িকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
করোনায় প্রাণ গেল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি গায়িকার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো যুক্তরাষ্ট্র প্রবাসী এক সময়ের জনপ্রিয় লোকসংগীত শিল্পী বীনা মজুমদার। মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সমাজ-সংগঠক মাজেদা এ উদ্দিন।

এদিকে নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা ফেসবুকে লেখেন, ‌করোনার থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার।

 

বীনা মজুমদার ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী। বেশ কয়েক বছর ধরে তিনি নিউইয়র্কে বসবাস করেছেন।

বীনা মজুমদারের মৃত্যুতে সংগীতভুবনে শোকের ছায়া নেমে এসেছে। সংগীত শিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৩২২ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।