ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এবার কুষ্টিয়ার মানুষের পাশে সালমার ফাউন্ডেশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এবার কুষ্টিয়ার মানুষের পাশে সালমার ফাউন্ডেশন কুষ্টিয়ার মানুষের পাশে সালমার ফাউন্ডেশন

করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিক সহায়তা কার্যক্রম চালাচ্ছে কণ্ঠশিল্পী সালমা ও সাগর দম্পতির ‘সাফিয়া ফাউন্ডেশন’। দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকার গৃহহীন অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ ও অসচ্ছল পরিবারের দুস্থ শিশুদের মধ্যে দুধ বিতরণ প্রক্রিয়া নিয়মিতই চালাচ্ছে তাদের এই প্রতিষ্ঠান।

সেই ধারাবাহিকতায় এবার কুষ্টিয়া ও দৌলতপুর অঞ্চলের নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সালমার 'সাফিয়া ফাউন্ডেশন’। এর মাধ্যমে করোনা দিনে প্রথমবার ঢাকার বাইরে ত্রাণ দিচ্ছে সংস্থাটি।

 

এ প্রসঙ্গে সালমা বলেন, 'সেচ্ছ্বাসেবক সংকট ও লক ডাউনের কারণে ঢাকার বাইরে কাজ করা খুবই কঠিন। তারপরও, যতটুকু সম্ভব তারাগুনিয়া, দৌলতপুরের প্রায় ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে সাফিয়া ফাউন্ডেশন। ’ 

আগামীতে সংস্থাটি আরও বৃহৎ পরিসরে কাজ করবে বলে সালমা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।