ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

স্বামীকে বাঁচাতে ‘মিসেস সিরিয়াল কিলার’ জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
স্বামীকে বাঁচাতে ‘মিসেস সিরিয়াল কিলার’ জ্যাকুলিন

ক্যারিয়ারে বর্তমান সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন বলিউডের শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। পরপর দু’টি জনপ্রিয় মিউজিক ভিডিওর পর এবার ট্রেলার নিয়ে এলো তার নেটফ্লিক্স মুভি ‘মিসেস সিরিয়াল কিলার’।

সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল)। ট্রেলারে জ্যাকুলিনকে অনেক মানসিক ব্যাধিগ্রস্থ খুনীর অবতারে দেখা গেছে।

কাহিনিতে জ্যাকুলিনের স্বামী হিসেবে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। ধারাবাহিক হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ অফিসার মোহিত রাইনা। কিন্তু স্বামীকে বাঁচাতে ও তাকে নির্দোষ প্রমাণ করতে এক ভয়ঙ্কর পথ বেছে নেন জ্যাকুলিন। পুলিশকে বোকা বানাতে তিনি নিজেই হয়ে ওঠেন ধরাছোঁয়ার বাইরে থাকা ‘মিসেস সিরিয়াল কিলার’।  

‘জান-ই-মান’খ্যাত পরিচালক শিরিষ কুন্দরের এই সিনেমাটি প্রযোজনা করেছেন ফারাহ খান। চলতি বছরের ১ মে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। ২০২০ সালে নেটফ্লিক্সের ৫ম ইন্ডিয়ান অরিজিনাল হচ্ছে ‘মিসেস সিরিয়াল কিলার’। এবছরে অ্যান্থলজি ‘গোস্ট স্টোরিস’, ডান্স ড্রামা ‘ইয়ে ব্যালেট’, কলেজ ড্রামা ‘গিল্টি’ ও রম-কম ‘মাসকা’ মুক্তি পায় নেটফ্লিক্সে।  

দেখুন ‘মিসেস সিরিয়াল কিলার’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।