ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সমরজিৎ-প্রিয়াঙ্কার করোনা দিনের গান ‘ক্ষমা করো প্রকৃতি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
সমরজিৎ-প্রিয়াঙ্কার করোনা দিনের গান ‘ক্ষমা করো প্রকৃতি’ সমরজিৎ-প্রিয়াঙ্কা

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারি থেকে মুক্তি পেতে প্রকৃতি ও স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করে একটি দ্বৈতকণ্ঠের গান করেছেন সমরজিৎ রায় ও প্রিয়াঙ্কা গোপ। গানের শিরোনাম ‘ক্ষমা করো প্রকৃতি’। ক্ষমা প্রার্থনা ছাড়াও গানটিতে তুলে ধরা হয়েছে সতর্কতামূলক বার্তাও।

গাওয়ার পাশাপাশি গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ নিজেই। সংগীতায়োজন করেছেন বিনোদ রায়।

গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। শিগগিরই ভিডিওটি প্রকাশ করা হবে বলে সমরজিৎ রায় বাংলানিউজকে জানিয়েছেন।

সমরজিৎ-প্রিয়াঙ্কাতিনি বলেন, করোনা আতঙ্কের কারণে দু’জনেই বাসায় থেকে ফোনে ভয়েস দিয়েছি। অবশ্য প্রথমে এ বিষয়টা নিয়ে খানিকটা সংশয়ে ছিলাম। ভয়েস দেওয়ার পর মনে হলো ঠিকঠাক’ই হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) আমরা গানটিতে কণ্ঠ দিয়েছি।

গানের বার্তা প্রসঙ্গে সমরজিৎ রায় আরও বলেন, প্রকৃতির সঙ্গে আমরা যে অন্যায় করেছি, সে জবাবটা প্রকৃতি এখন আমাদের দিচ্ছে। তাই পৃথিবী, প্রকৃতি ও বিধাতার কাছে অন্যায়ের ক্ষমা চেয়ে আমাদের গান ‘ক্ষমা করো প্রকৃতি’। আজকালের মধ্যে গানের ভিডিওটা হাতে পাবো। এরপর আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল গানটি ছাড়বো। ’

সমরজিৎ ও প্রিয়াঙ্কা ‘ক্ষমা করো প্রকৃতি’ গানের মাধ্যমে দ্বিতীয়বার দ্বৈতগান করলেন। এর আগে তারা ‘বেহাগের সুরে’ শিরোনামে প্রথম দ্বৈতগান করেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।