ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

লকডাউনে মোবাইলে করা হলো স্টার জলসার ধারাবাহিকের শুটিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
লকডাউনে মোবাইলে করা হলো স্টার জলসার ধারাবাহিকের শুটিং

করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলছে অস্থিরতা। বেশিরভাগ দেশেই চলছে লকডাউনকাল। এমন অবস্থা ভারতেও। যে জন্য বন্ধ রয়েছে সকল ধরনের শুটিং।

শুটিং বন্ধ থাকায় টেলিভিশন চ্যানেলগুলো ধারাবাহিক নাটকগুলোর নতুন পর্ব প্রচার করতে পারছে না। তবে এমন সংকটময় অবস্থায় শুটিংয়ের চমকপ্রদ পদ্ধতি বের করলো ভারতীয় বাংলা টেলিভিশন স্টার জলসা।

সামাজিক দূরত্ব বজায় রেখেই চ্যানেলটি তাদের জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’র নতুন পর্ব ধারণ করেছে মোবাইলে। প্রত্যেক শিল্পী নিজ নিজ বাসায় অবস্থান করেই শুটিং করেছেন নির্দেশকের কৌশল মতো। আর সে ফুটেছ থেকেই তৈরি হচ্ছে পর্বটি।

এই বিশেষ পর্বে দেখা যাবে, সেনগুপ্ত পরিবারের বর্ষবরণ স্পেশাল। পরিবারের সদস্যরা নাচে-গানে বরণ করবেন নতুন বছরকে। পয়লা বৈশাখের নানা পুরনো স্মৃতিও উঠে আসবে আড্ডায়।

আগামী সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে  চমকপ্রদ এই পর্বটি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।