ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন পরমব্রত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন পরমব্রত

করোনা পরিস্থিতিতে আর পাঁচজন সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই দুর্যোগ সময় পার করছেন কলকাতার যৌনকর্মীরা। 

এই সময়ে কলকাতার সর্ববৃহৎ যৌনপল্লী সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

এ বিষয়ে টুইটে পরমব্রত লেখেন,  ভারতজুড়ে চলছে লকডাউনকাল।

এই পরিস্থিতিতে যৌনকর্মীদের উপার্জন নেই। আর দশজনের মতো তারাও কঠিন সময় পার করছেন। তাই দূর্বার সদস্যদের মাধ্যমে কলকাতার যৌনপল্লীর বাসিন্দাদের পরিবারের কাছে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিলাম।

সম্প্রতি ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমায় পুলিশ অফিসার অভিজিৎ পাকরাশির ভূমিকায় নজর কেড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউডের দৈনিক মজুরির কলাকুশলীদের জন্য তৈরি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ‘ঝড় থেমে যাবে একদিন’- এও অভিনয় করছেন পরমব্রত।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।