ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অবশেষে স্বামীর ছবির ঝলক দেখালেন রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
অবশেষে স্বামীর ছবির ঝলক দেখালেন রাখি সাওয়ান্ত

বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত নিজের বিয়ে নিয়ে যতটা উচ্ছ্বসিত, ঠিক ততটাই রক্ষণশীল তার স্বামীর ব্যাপারে।

গেল বছরেই মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে প্রবাসী ভারতীয় রিতেশের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাখি। বিয়ের পর সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্রসহ ছবি শেয়ার করলেও, স্বামী রিতেশের ছবি কখনও প্রকাশ করেননি এই অভিনেত্রী।

 

রিতেশ নাকি বরাবরই ক্যামেরার বাইরে থাকতে চান, সে কারণেই সামনে আসতে চান না। এমনই দাবি করেন রাখি।  

রাখির কাছে ভক্তরা বারবার রিতেশের ছবি দেখতে চান। তবুও এতদিন তিনি কখনও স্বামীর ছবি প্রকাশ্যে আনেনি। এবার করোনা ভাইরাসের জেরে যখন ভারতজুড়ে লকডাউন চলছে, সেসময় আচমকাই রিতেশের এক ঝলক নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন রাখি।

সবাইকে অবাক করে রিতেশের ছবি আপলোডের কয়েক মুহূর্তের মধ্যে তা আবার সরিয়ে নেন রাখি। তবে আংটি বদলের পর তার হাতের পাশে রিতেশের হাত রেখে তোলা ছবি রাখি শেয়ার করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

রাখি সাওয়ান্তের বিয়ের ছবি

পাশাপাশি বিয়ের আসরে রাখিকে ধরে রয়েছেন, রিতেশের এমন একটি ছবি সামনে আনেন অভিনেত্রী। তবে রিতেশের মুখ এখনও ভক্তদের কাছ থেকে লুকিয়েই রেখেছেন ‘ড্রামা কুইন’খ্যাত রাখি সাওয়ান্ত।

আরও পড়ুন: ভক্তকে বিয়ে করলেন রাখি সাওয়ান্ত

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।