ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ফেসবুক লাইভে উস্কানি দিয়ে গ্রেফতার হলেন অভিনেতা এজাজ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
ফেসবুক লাইভে উস্কানি দিয়ে গ্রেফতার হলেন অভিনেতা এজাজ খান

টিভি ও বলিউড অভিনেতা এবং সাবেক বিগ বস প্রতিযোগী এজাজ খানকে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

ফেসবুকে একটি লাইভ সেশনে আপত্তিকর মন্তব্য করার পর এজাজকে মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে তলব করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।

মুম্বাই পুলিশ জানায়, এজাজকে ভারতীয় দণ্ডবিধি ১৫৩এ এবং আরও কয়েকটি ধারায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বৃদ্ধির প্রচারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে।

গত বছরের জুলাই মাসেও এজাজ গ্রেফতার হয়েছিলেন। তখনও তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ ছিল।

এরও আগে ২০১৮ সালের অক্টোবরে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার কারণে গ্রেফতার হয়েছিলেন এজাজ খান।  

বালাজি টেলিফিল্মসের সিরিয়াল ‘কাব্যাঞ্জলি’ ও ‘কিয়া হোগা নিম্মো কা’য় প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান এজাজ খান। এছাড়াও অনেক টিভি সিরিজে দর্শকপ্রিয় মুখ তিনি। টিভির পাশাপাশি তিনি সিনেমাতেও অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।