ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ক্ষতিগ্রস্ত প্রেক্ষাগৃহের পাশে অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
ক্ষতিগ্রস্ত প্রেক্ষাগৃহের পাশে অক্ষয় কুমার

করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনের মধ্যে অচল রয়েছে ভারতের প্রেক্ষাগৃহ। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্টরা। বেকার দিন কাটাচ্ছেন প্রেক্ষাগৃহের অসংখ্য কর্মী। আয় না থাকায় মালিকরা তাদের বেতন দিতে ঋণের জন্য যাচ্ছে ব্যাংকের কাছে।

এমন পরিস্থিতিতে অর্থ সংকটে থাকা এক প্রেক্ষাগৃহের মালিকের পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। কর্মীদের বেতন দেওয়ার জন্য ওই ব্যক্তিকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলিউড ‘খিলাড়ি’।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ গাইতি-গ্যালাক্সির মালিক মনোজ দেশাই কর্মীদের পারিশ্রমিক দিতে ব্যাংক থেকে ঋণ নিতে হবে বলে একটি পত্রিকাকে জানান। এই খবর চোখে পড়ে অক্ষয়ের। এরপরই তিনি ওই প্রেক্ষাগৃহের মালিককে ফোন দিয়ে তার পাশে থাকার কথা জানান।

এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে ২৫ কোটি রুপি দান করেছেন অক্ষয় কুমার। এছাড়া বৃহন্মুম্বইয়ের কর্মীদের জন্যও ৩ কোটি টাকা দিয়েছেন তিনি। তবে শুধু এবারই প্রথম নয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন মানবিক গুণাবলী সম্পন্ন এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।