ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

চুলের যত্ন নিতে না পারায় ন্যাড়া হলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
চুলের যত্ন নিতে না পারায় ন্যাড়া হলেন অভিনেত্রী

করোনা ভাইরাসের কারণে লকডাউনের মধ্যে ঠিকঠাক চুলের যত্ন নিতে পারছিলেন না ভারতের টেলিভিশন অভিনেত্রী জয়া ভট্টাচার্য। তাই নিজের লম্বা চুল কেটে একেবারে ন্যাড়া হয়ে গেলেন তিনি।

চুল কাটার মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া নিজেই শেয়ার করেছেন। তার এমন কাণ্ড দেখে সবাই অবাকই হয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, নিজের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে এই কঠিন সময়ে আমি মানুষের সাহায্য করা থেকে বিরত থাকতে পারব না। শুটিংয়ের সময় না হয় উইগই (নকল চুল) পরে নেব।
 
হিন্দি টেলিভিশন ধারাবাহিকে জয়া নিয়মিত অভিনয় করেন। ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের কারণে দর্শকদের কাছে তিনি বেশ জনপ্রিয়। আরো বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেও বেশ প্রশংসিত এই তারকা।

করোনা ভাইরাসের প্রভাব শুরুর পর থেকে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে তাকে। নিজের ড্রাইভার থেকে শুরু করে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এই তারকা। সরবরাহ করেছেন খাবারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনী পণ্যসামগ্রী।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।