ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ধরিত্রীকে বাঁচাতে এ আর রহমানের হৃদয়ছোঁয়া গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
ধরিত্রীকে বাঁচাতে এ আর রহমানের হৃদয়ছোঁয়া গান এ আর রহমান

ধরিত্রী দিবসে পৃথিবীর প্রতি ভালোবাসা আর এর বাসিন্দাদের প্রতি হুশিয়ারি জানিয়ে মর্ম ছুঁয়ে যাওয়া একটি গান প্রকাশ করেছেন বিশ্বখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান। অমর সংগীত ‘উই আর দ্য ওয়ার্ল্ড’র স্রষ্টা কেন ক্রাজেনের সঙ্গে রহমান ‘হ্যান্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ গানটি নির্মাণ করেছেন। 

এ আর রহমানের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অস্কার ও গ্র্যামিজয়ী ভারতীয় গীতিকার এ আর রহমান একটি বৃহৎ কর্মযজ্ঞে যুক্ত হয়েছেন।

রহমানের সঙ্গে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক সংগীতজ্ঞ, দূরদর্শী ও সমাজসেবীরাও ‘হ্যান্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ নামের এই বৈশ্বিক প্রকল্পে যুক্ত আছেন।

২২ এপ্রিলে উদযাপিত ধরিত্রী দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই গানটি প্রকাশিত।  

চলতি করোনা মহামারি মোকাবিলা করতে সমগ্র বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন ধরিত্রী দিবসে ‘হ্যান্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।