ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখ খানের অফিসে প্রস্তুত কোয়ারেন্টিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
শাহরুখ খানের অফিসে প্রস্তুত কোয়ারেন্টিন

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান তাদের চারতলা অফিসকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য কোয়ারেন্টিন বানানোর লক্ষ্যে কিছুদিন আগেই ছেড়ে দিয়েছেন। এবার ভিডিও শেয়ার করে গৌরী খান জানালেন, তাদের অফিসে প্রস্তুত কোয়ারেন্টিন।

শুধু অফিস ছেড়ে দেওয়া নয়, করোনা মহামারি মোকাবিলায় একগুচ্ছ কার্যক্রমে যুক্ত হয়েছেন বলিউডের ‘বাদশাহ’। প্রধানমন্ত্রী এবং ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে অনুদানের পাশাপাশি নিজউদ্যোগেও সেবা দিয়ে যাচ্ছেন তিনি।

মুম্বাই পৌর করপোরেশনকে দেওয়া শাহরুখের চারতলা অফিসেই তৈরি হয়েছে একটি কোয়ারেন্টিন সেন্টার। সেখানে ২২ আসনের শয্যা তৈরি করা হয়েছে।

শাহরুখ-পত্নী গৌরী খান ইতোমধ্যেই তাদের অফিসে খোলা কোয়ারেন্টিন সেন্টারের ছবি এবং ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। শুধু তাই নয়, শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশনের তরফেও এই পদক্ষেপের কথা জানানো হয়।

শাহরুখ খানের অফিসে প্রস্তুত কোয়ারেন্টিন

সম্প্রতি ঔরঙ্গাবাদের গ্রামে চিকিৎসকদের জন্য পিপিই প্রয়োজন বলে শাহরুখের দ্বারস্থ হন সেক্রেড গেমস অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে।

তিনি জানান, বর্তমানের কঠিন পরিস্থিতিতে অত্যন্ত ভাল কাজ করছে শাহরুখের সংস্থা। সেই কারণেই ঔরঙ্গাবাদের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের জন্য শাহরুখ যাতে পিপিই-র ব্যবস্থা করে দেন, সেই আবেদন জানান তিনি।

শুধু শাহরুখ খান নয়, করোনা মোকাবিলায় এগিয়ে এসেছের বলিউডের আরও অনেক তারকা। কখনও সালমান খান, কখনও হৃত্বিক রোশন, আবার অক্ষয় কুমাররা এগিয়ে আসছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।