ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

লকডাউনের নিয়ম ভাঙায় পুলিশের কাছে আটক, ভিকি বললেন গুজব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
লকডাউনের নিয়ম ভাঙায় পুলিশের কাছে আটক, ভিকি বললেন গুজব

বলিউড অভিনেতা ভিকি কৌশল নাকি ভরতের লকডাউনের নিয়ম ভেঙেছেন। যার কারণে তাকে পুলিশ আটক করেছে। পাশাপাশি জরিমানাও নাকি করা হয়েছে। এমন গুঞ্জনের বিষয়টি পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন ‘উরি:দ্য সার্জিকাল স্ট্রাইক’খ্যাত এই অভিনেতা।

সম্প্রতি ভিকির এক প্রতিবেশীর করোনা ভাইরাস পজিটিভ এসেছে। যার কারণে তিনি যে অ্যাপার্টমেন্টে থাকেন তা পুরো সিল করে দিয়েছে পুলিশ।

ফলে বাড়িটির ভেতর থেকে কেউ বাইরে না যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এমন অবস্থাতেও নাকি ভিকি এক অভিনেতার সঙ্গে দেখা করতে বেরিয়েছেন। তাই লকডাউনের নিয়ম ভাঙার অভিযোগে তাকে নাকি পুলিশ ধরে জরিমানা করেছে।

বিষয়টি নিয়ে অবশ্য বেশ চটেছেন ভিকি কৌশল। টুইটারে তিনি লেখেন, গুজব রটেছে যে আমি লকডাউন ভেঙেছি এবং পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর থেকে আমি আমার বাড়ির বাইরে পা রাখিনি।

এছাড়াও সবাইকে এ ধরনের খবরে কর্ণপাত না করারও অনুরোধ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই তারকা।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।