ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনা দিনে ঘরে বসে স্ত্রীর সঙ্গে অনুপমের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
করোনা দিনে ঘরে বসে স্ত্রীর সঙ্গে অনুপমের গান

করোনার নিয়ম মেনে ঘরে বসেই সময় কাটছে সংগীতশিল্পী অনুপম রায়ের। ঘরবন্দি জীবনের সঙ্গী স্ত্রী পিয়ার সঙ্গে গাওয়া নতুন একটি গান-ভিডিও প্রকাশ করলেন এই গায়ক। স্বামী-স্ত্রীর কণ্ঠের এই দ্বৈতগানের শিরোনাম ‘মাটির রং’। কথা-সুর অনুপম রায়ের।

মায়ের শাড়ি রেলিং থেকে ঝুলে/এক দু’ফোটা জলের কণা পাই/আমার পাড়ার রিক্সাওয়ালা গান শুনিয়ে গেলো/পাঁচিল ঘেরা বাগান কাছে যাই/মাটির রঙে মাটির কাছাকাছি/কুয়োর নিচে অনেক নিচে জল/গ্রীষ্মকালে বাছুরগুলো দারুণ রোদে কাঁদে/রাস্তা মুছে দিনের কোলাহল- এমন কথার গানের ভিডিওতে ঘরে বসে গাইতে দেখা গেছে অনুপম-পিয়া দম্পতিকে।

করোনার অভিশাপ পৃথিবী থেকে দূর হয়ে যাক- সবার মতো এমন সুতীব্র প্রত্যাশা অনুপম-পিয়ারও।

স্বাভাবিক পৃথিবীকে ফের ফিরে পেতে চান তারা। আর সেটি শিগগিরই হবে বলে আশাবাদি এই তারকা দম্পতি।

অনুপম বলেন, এই চার দেওয়ালেই খুঁজে নিচ্ছি মুক্তির স্বাদ। সুস্থ হয়ে উঠুক প্রকৃতি, আমরা আবার সুস্থ জীবনে ফিরবো- এই প্রত্যাশা নিয়ে গাইতে থাকি ‘মাটির রং’।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।