ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনায় প্রাণ গেল হেলাল খানের বাবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
করোনায় প্রাণ গেল হেলাল খানের বাবার

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এক সময়ের আলোচিত চিত্রনায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার (২৫ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হেলাল খানের ঘনিষ্ঠ সূত্র বেশকিছু সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বাবা ছাড়াও ছোট ভাই ও হেলাল খানের ভাইয়ের স্ত্রী করোনা ভাইরাসের আক্রান্ত হন।

তারা সবাই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এর আগে ‘হাজন রাজা’খ্যাত এই অভিনেতা ফেসবুকে অ্যাকাউন্টে নান, তার বাবা মৌলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউ-তে আছেন। তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও অসুস্থ। তবে তারা দু’জন অনেকটা সুস্থতার পথে। সকলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।