ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেত্রী অ্যাসলে রসের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেত্রী অ্যাসলে রসের মৃত্যু অ্যাসলে রস

‘লিটল উইমেন: আটলান্টা’খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেত্রী অ্যাসলে রস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

রোববার (২৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আটলান্টায় এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন অ্যাসলে। দুর্ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় মাত্র ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর।

অ্যাসলে রস

অ্যাসলে রস’র মৃত্যুর খবর তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমানের কঠিন সময়ে শুভান্যুধায়ীরা যাতে তাদের পাশে থাকেন, সেই আশা প্রকাশ করেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। পাশাপাশি অ্যাসলের মৃত্যুর পর যাতে তাদের পরিবারকে কিছুটা সময় একা থাকতে দেওয়া হয়, সেই আবেদনও করা হয়।

২০১৬ সালে টেলিভিশনে শুরু হয় ‘লিটল  উইমেন’র সম্প্রচার। ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই টেলিভিশন শো। ‘মিস মিনি’ নামের চরিত্রে অভিনয় করে অ্যাসলে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠেন। ফলে তার মৃত্য়ুর খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।