ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাংলাদেশের ওয়েব সিরিজে অর্ক ও সাত্যকি’র কণ্ঠ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
বাংলাদেশের ওয়েব সিরিজে অর্ক ও সাত্যকি’র কণ্ঠ

ওয়েব সিরিজ ‘রিশকাওয়ালা’র জন্য ক্ষ্যাপা চাঁদ বাউলের ‘কলির সাইকেল’ গানে কণ্ঠ দিলেন পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী অর্ক মুখার্জি ও সাত্যকি ব্যানার্জি। এটি নির্মিত হয়েছে গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেডের প্রযোজনায়। পরিচালনায় আরিফুর রহমান।

শনিবার (২৬ এপ্রিল) প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশ করা হয়। গাওয়ার পাশাপাশি প্রচলিত সুরে গানটির সংগীতায়োজন করেছেন অর্ক।

গানটি রেকর্ডিং করা হয় কলকাতার একটি স্টুডিওতে।

রিক্সার চাকা-প্যাডেলের সঙ্গে জড়ানো একজন রিক্সাচালকের জীবনের আনন্দ বেদনার গল্প উঠে এসেছে এ গানে। ওয়েব সিরিজের প্রেক্ষাপটও তাই।

ছয় পর্বের ওয়েব সিরিজটি বিনামূল্যে দেখার জন্য উন্মুক্ত করা হবে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান। সিরিজটির সঙ্গে যুক্ত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

এটি দেখে দর্শকদের কাছ থেকে সাধ্যমতো অর্থ বিদ্যানন্দের তববিলে দেওয়ার অনুরোধ করেছেন এর পরিচালক। তহবিল থেকে লকডাউনে খাবারের সঙ্কটে থাকার রিক্সাওয়ালাদের খাবাবের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বিদ্যানন্দ।

এর আগে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মাটির প্রজার দেশে’ সিনেমার একমাত্র গান করেছিলেন অর্ক মুখার্জি ও সাত্যকি ব্যানার্জি। অর্কের সংগীতায়োজনে নিজের লেখা ও সুর করা গানে কণ্ঠ দিয়েছিলেন সাত্যকি ব্যানার্জি।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।