ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অসাধারণ অভিনেতা ছিলেন, স্যার সমতুল্য: ওমর সানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
অসাধারণ অভিনেতা ছিলেন, স্যার সমতুল্য: ওমর সানী

বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে। বাংলাদেশের অনেক তারকা গুণী এই অভিনেতা মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

চিত্রনায়ক ওমর সানী ইরফান খানকে ‘স্যার সমতুল্য’ বলে মন্তব্য করেছেন। এছাড়া তিনি এই অভিনেতার জান্নাত কামনা করেন।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ওমর সানী লেখেন, ‘একজন শিল্পীর কোন দেশ নেই, শিল্পী সবার। আমি তাকে কোনদিন দেখিনি। হৃদয় বলছে আমার বন্ধু ও আমার ভাই ইরফান খান অসাধারণ অভিনেতা। চলচ্চিত্রে আমার পরে এসেছেন তিনি, তারপরও বলি অসাধারণ অভিনেতা। এক কথায় বলবো স্যার সমতুল্য, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক। ’

বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ইরফান খান (৫৩)। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।