ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঋষি কাপুর শক্তিশালী প্রতিভার অধিকারী ছিলেন: নরেন্দ্র মোদী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
ঋষি কাপুর শক্তিশালী প্রতিভার অধিকারী ছিলেন: নরেন্দ্র মোদী

বলিউডের প্রখ্যাত অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে শোকার্ত পুরো ভারত। বলিউড সংশ্লিষ্টরা ছাড়াও একে একে শোক প্রকাশ করছেন দেশটির সরকার প্রধান থেকে শুরু করে নানা পেশার মানুষ।

ঋষি কাপুরের প্রয়াণে গভীর শোকা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  
টুইটারে শোক প্রকাশ করে তিনি লেখেন, বহুমুখী প্রতিভার অধিকারী, দুর্দান্ত এবং প্রাণবন্ত মানুষ ... এমনই ছিলেন ঋষি কাপুর জি।

তিনি অত্যন্ত শক্তিশালী প্রতিভার অধিকারী ছিলেন। তার সঙ্গে কথাবার্তা-যোগাযোগের মুহূর্ত সবসময় স্মরণ করবো। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে, সেগুলোও মনে রাখবো। তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের তীব্র অনুরাগী ছিলেন এবং ভারতের অগ্রগতি নিয়েও আগ্রহী ছিলেন। তার পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই, তার প্রতি আমার শেষ শ্রদ্ধা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ৮টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। শ্বাসকষ্ট নিয়ে একসপ্তাহ ধরে তিনি সেখানে ভর্তি ছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর গত বছর দেশে ফিরেছিলেন এই প্রবীণ অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।