ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আমি হারাইনি কিছুই, শুধুই পেয়েছি: সুতপা সিকদার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মে ১, ২০২০
আমি হারাইনি কিছুই, শুধুই পেয়েছি: সুতপা সিকদার ইরফান খান ও তার স্ত্রী সুতপা সিকদার

বলিউডের নন্দিত অভিনেতা ইরফান খানের মৃত্যুর একদিন পর তার স্ত্রী ও লেখিকা সুতপা সিকদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামীকে ঘিরে আবেগী একটি পোস্ট দিয়েছেন।

‘দ্য নেমসেক’খ্যাত অভিনেতার সঙ্গে পুরনো দিনের স্মৃতিচারণ করে একটি ছবি শেয়ার করেন সুতপা। তিনি লেখেন, ‘আমি হারাইনি কিছুই।

আমি সর্বপ্রকারে তার কাছ থেকে শুধু অর্জনই করেছি। ’

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপমহাদেশের নন্দিত অভিনেতা ইরফান খান ৫৩ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান। তিনি ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। এর ওপর কোলনে ক্ষত হলে তার শরীরের পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।  

বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের বারসোবা কবরস্থানে ইরফান খানের দাফন সম্পন্ন হয়। তার সৎকারে স্বজনদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন চিত্রনির্মাতা বিশাল ভরদ্বাজ, তিগমাংশু ঢুলিয়া ও অভিনয় ডিও। তারা যথাক্রমে ইরফান অভিনীত ‘মকবুল’, ‘পান সিং তোমার’ ও ‘ব্লাকমেইল’ সিনেমার পরিচালক।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ০১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।