ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মেক্সিকান প্রতিবাদী গায়ক অস্কার চাভেজের করোনায় মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ১, ২০২০
মেক্সিকান প্রতিবাদী গায়ক অস্কার চাভেজের করোনায় মৃত্যু অস্কার চাভেজ

মেক্সিকোর অন্যতম শীর্ষ জনপ্রিয় সংগীতশিল্পী অস্কার চাভেজ কোভিড-১৯ সংক্রমণজনিত জটিলতায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৮৫ বছর বয়সে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। করোনার উপসর্গ থাকায় গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেক্সিকোর সংস্কৃতি সচিব তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  

চাভেজ সবচেয়ে জনপ্রিয় ছিলেন তার লোকগীতি শৈলীর প্রতিবাদী গানের জন্য। তার গানে দেশটির দুর্নীতিবাজ রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠত।  তার এরকমই একটি গান ছিল ‘লা ক্যাসিটা’ (দ্য লিটল হাউজ)।  এই গানে এক কাল্পনিক রাজনীতিকের প্রাসাদোপম বাড়িকে ফুটিয়ে তোলা হয়।

১৯৬০ সাল থেকেই লোকগীতি গেয়ে আসছিলেন। তবে প্রকাশ্যে ২০১৯ সালেই প্রথম গান করেন।

দেশটির সংস্কৃতি সচিব আলেজান্দ্রা ফ্রাস্টো তার টুইটারে লেখেন, আপনাকে ধন্যবাদ অস্কার চাভেজ।  আপনার জীবন ঠিক আপনার উপযোগী এক অভিযান ছিল।  আপনার সংগ্রাম ও সংগীতের সঙ্গী, স্বজন, বন্ধুদের প্রতি আমার গভীর সহানুভূতি জানাই।  

মেক্সিকোতে এখন পর্যন্ত ১৯ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে অন্তত ১৮৫৯ জন।

বাংলাদেশ সময় ১৯০৫ ঘণ্টা, মে ০১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।