ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঋষি কাপুরের স্মরণসভায় নীতু ও রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, মে ৩, ২০২০
ঋষি কাপুরের স্মরণসভায় নীতু ও রণবীর ঋষি কাপুরের পারিবারিক স্মরণসভায় নীতু ও রণবীর কাপুর

ঋষি কাপুরের মতো বলিউডের মহাতারকার শেষ যাত্রায় উপস্থিত হতে পারেননি বহু স্বজন-শুভানুধ্যায়ী। এমনকি তার স্মরণসভাও অনুষ্ঠিত হলো নিতান্তই কাপুর পরিবারের ঘরোয়া আয়োজনে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান ঋষি কাপুর। তাকে হারিয়ে শোকে বিহ্বল বলিউড।

এর একদিন আগেই মারা গেছেন বলিউডের আরেক উজ্জ্বল নক্ষত্র ইরফান খান। পরপর দুই তারকা অভিনেতাকে হারিয়ে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।  

ঋষি কাপুরের স্ত্রী নীতু, পুত্র রণবীর, হবু পুত্রবধূ আলিয়া ভাট, অভিষেক বচ্চন, সাইফ আলী খান, কারিনা কাপুরসহ পরিবার-স্বজন মিলে মাত্র ২০ জন উপস্থিতি ছিলেন ঋষির শেষকৃত্যে। আর ঋষি কাপুরের স্মরণ সভায় উপস্থিত ছিলেন শুধুমাত্র কাপুর পরিবারের কয়েকজন সদস্য। লকডাউনের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত হতে পারেননি অনেকে।  

সেই প্রার্থনা সভারই একটি ছবি এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছটিটিতে দেখা যায়, গাঁদা ফুলের মালা পড়ানো ঋষি কাপুরের ছবি। তার পাশে ছোট একটি গণেশমূর্তি। ঋষির ছবির একদিকে বসে রয়েছেন নীতু কাপুর। আর অন্যদিকে ছেলে রণবীর কাপুর। নীতু কাপুরের পরনে ছিল সাদা সালোয়ার। আর রণবীরের পরনে পাঞ্জাবি, মাথায় পাগড়ি এবং কপালে তিলক। তবে কাপুরদের এই স্মরণসভা একান্ত পরিবারের সদস্যদের জন্যই ছিল এবং শুধু তাদের উপস্থিতিতেই হয়েছে বলে জানা গেছে।  

এদিকে ঋষি কাপুরের একমাত্র মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি এই পারিবারিক স্মরণসভাতে উপস্থিত হতে পারেননি। দিল্লি থেকে রওনা দিয়ে তখনও এসে বাড়ি পৌঁছাতে পারেননি তিনি। বাবার শেষকৃত্যের দিনও ভাই রণবীরের বান্ধবী আলিয়া ভাটের ভিডিও কলেই সবটা দেখেছেন। তবে এদিন স্মরণসভার পর সন্ধ্যায় কাপুর বাংলোতে এসে পৌঁছান ঋদ্ধিমা। সঙ্গে ছিল মেয়ে সামারা। এই কঠিন সময়ে ভাই এবং মায়ের পাশে থাকতে ছুটে এসেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মে ০৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।