ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘আই ফর ইন্ডিয়া’ কনসার্টে সংগ্রহ ৫২ কোটি রুপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ৪, ২০২০
‘আই ফর ইন্ডিয়া’ কনসার্টে সংগ্রহ ৫২ কোটি রুপি

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে অর্থ সংগ্রহ করতে অনুষ্ঠিত হলো ভারতের সবচেয়ে বড় অনলাইন কনসার্ট ‘আই ফর ইন্ডিয়া’। রোববার (৩ মে) রাতে হলিউড, বলিউড ও রক তারকাদের একসঙ্গে এই কনসার্টটিতে যুক্ত হতে দেখা গেছে।

দারুণ এই উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত ৫২ কোটি রুপি সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন এর অন্যতম আয়োজক করণ জোহর। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন এই চলচ্চিত্র নির্মাতা।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে টানা চার ঘণ্টা চলে এই অনলাইন কনসার্টটি। নিজ নিজ ঘর থেকে এই বিশাল কনসার্টে অংশ নেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপটেন বিরাট কোহলি, বলিউড অভিনেতা শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, সাইফ আলী খান, কারিনা কাপুর, ঋত্বিক রোশন, কার্তিক আরিয়ান, এ আর রহমান, আমির খান, অভিষেক বচ্চন, আদিত্য রায় কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, অক্ষয় কুমার, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানাসহ অসংখ্য তারকা।  

ভারতীয় শিল্পীদের পাশাপাশি কিংবদন্তি মার্কিন রকশিল্পী মিক জ্যাগার এবং হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা উইলস্মিথও অংশ নেন এই কনসার্টে।

সকলে করোনা ভাইরাস প্রতিরোধে অর্থ সহায়তা দিকে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।