ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

চিত্রগ্রাহকদের পাশে দাঁড়ালেন কবরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ৫, ২০২০
চিত্রগ্রাহকদের পাশে দাঁড়ালেন কবরী

সিনেমার জন্য ক্যামেরার পেছনের মানুষেরা বড় একটা ভূমিকা পালন করে থাকেন। করোনার কারণে কর্মহীন হয়ে যাওয়া চিত্রগ্রাহকরা বড় সংকটের মধ্যেই দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে তাদের পাশের দাঁড়ালেন গুণী অভিনেত্রী কবরী।

চিত্রগ্রাহক সমিতির তহবিলে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন সমিতির সভাপতি চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু।

তিনি বলেন, ‘যত সমস্যাতেই থাকি, আমরা তো আর রিলিফের লাইনে দাঁড়াতে পারি না। হাতও পাততে পারি না। দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য কবরী ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ। তার থেকে পাওয়া অর্থ আমরা অসহায়দের মধ্যে  পৌঁছে দেব। ’

চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য ৮০ জন বলে জানা গেছে। তাদের মধ্যে কষ্টে আছেন ২৫ জন সদস্য। বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির তহবিলে এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিও অনুদান দিয়েছে। এর বাইরে অভিনয়শিল্পী হিসেবে প্রথম অর্থসহায়তা দিলেন কবরী।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ০৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।