ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মৌসুমীর নাম ব্যবহার করে প্রতারণা, অভিযোগ ওমর সানীর 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মে ৬, ২০২০
মৌসুমীর নাম ব্যবহার করে প্রতারণা, অভিযোগ ওমর সানীর 

মৌসুমীর নামে ফেসবুক অ্যাকাউন্ড খুলে অনেকেই অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন ওমর সানী।

মঙ্গলবার (৫ মে) নিজের ফেসবুক হ্যান্ডেলে ওমর সানী বেশ কয়েকটি ‘ফেইক’ অ্যাকাউন্টের স্থিরচিত্র প্রকাশ করেছেন। এগুলো মৌসুমীর নামে খোলা হলেও এসবের সঙ্গে নায়িকার কোনো সম্পৃক্ততা নেই।

মৌসুমীআর এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্নজনের কাছে থেকে টাকা পয়সা চাওয়া হচ্ছে বলেও জানান ওমর সানী। মৌসুমীর ভাবমূর্তি নষ্ট করতেই এসব করা হচ্ছে বলে দাবি- নায়িকার স্বামীর।

ওমর সানীর প্রকাশ করা স্থিরচিত্রে মৌসুমীর নামে একটি ফেসবুক পেজ দেখা যায়, যেখানে প্রায় ৫৯ হাজার ফেসবুক ব্যবহারকারি লাইক দিয়েছেন। যা সত্যি একজন ব্যক্তির জন্য হুমকির বলে মনে করেন সাইবার ক্রাইমের কর্মকর্তারা।

সানী বলেন, আগেও এ বিষয়ে আপনাদেরকে জানিয়েছি। আপনারা যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও আরো অনেক আছে।  এগুলোর একটাও মৌসুমির আইডি নয়, পেজ নয়, অসংখ্য কমপ্লেইন আমার কাছে আসছে। আমাদের ভক্তরা জানিয়েছেন, এগুলো থেকে টাকা চাচ্ছে, বাজে মন্তব্য করছে এবং মৌসুমির ভাবমূর্তি নষ্ট করছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।