ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আসছে সিলভেস্টার স্টালোনের ‘ডেমোলিশন ম্যান ২’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ৭, ২০২০
আসছে সিলভেস্টার স্টালোনের ‘ডেমোলিশন ম্যান ২’ ‘ডেমোলিশন ম্যান’ পোস্টার

হলিউডের অন্যতম হেভিওয়েট তারকা সিলভেস্টার স্টালোন অভিনীত ১৯৯৩ সালের হিট ‘ডেমোলিশন ম্যান’র সিকুয়েল আসছে। আর তাতে আবারও অভিনয় করবেন এই বর্ষীয়ান অভিনেতা। 

৭৩ বছর বয়সী অভিনেতা ও চিত্রনির্মাতা স্টালোন জানিয়েছেন, তিনি এই সিকুয়েল নির্মাণের জন্য হলিউডের নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস স্টুডিওর সঙ্গে কথা বলছেন।  

ডেমো ম্যান আবারও কি আসছে তবে? এর উত্তরে স্টালোনের উত্তর, ‘আমি মনে করি এটা আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে এই অভিনেতা বলেন, আমরা এখন ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে এর ওপর কাজ করছি। এটা সত্যিই দারুণ লাগছে। সুতরাং এটা হতে যাচ্ছে। ’

‘ডেমোলিশন ম্যান’ সিনেমায় মূলত দু’টি প্রধান চরিত্র রয়েছে- একদিকে অপরাধ জগতের এক গডফাদার চরিত্রে উইসলি স্নাইপস এবং অপরদিকে দুঃসাহসিক পুলিশ অফিসার চরিত্রে স্টালোন। ১৯৯৬ সালে হিমাগারে চলে যাওয়া এই চরিত্রগুলো আবারও ২০৩২ সালের প্রেক্ষাপটে ফিরে আসবে বড় পর্দায়।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।