ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রবীন্দ্রজয়ন্তীর আয়োজন গানওয়ালায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মে ৮, ২০২০
রবীন্দ্রজয়ন্তীর আয়োজন গানওয়ালায় রবীন্দ্রজয়ন্তীর আয়োজন গানওয়ালায়

গৃহবন্দি জীবনে হাঁপিয়ে উঠা মানুষে জন্য একটু আনন্দ আয়োজনের চেষ্টা করে যাছে গানওয়ালা। ইতোমধ্যেই সফল পাঁচটি পর্ব সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচারিত হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ বৈশাখ/৮ মে) রবীন্দ্রজয়ন্তীর আয়োজন।

এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর, স্বপ্নীল সজীব ও কলকতার সারেগামাপা’র শিল্পী মনস্বিতা ঠাকুর। কবিতা পাঠ করবেন সামিউল ইসলাম পোলাক এবং এই প্রথম ফেসবুক লাইভে সরাসরি নৃত্য পরিবেশন করবেন মালয়েশিয়া থেকে প্রবাসী বাংলাদেশি আশা হোসাইন।

 

অনুষ্ঠানটি নিয়মিত সঞ্চালনা করছেন গণমাধ্যমকর্মী ও গীতিকার সুমন সাহা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১ টায় গানওয়ালা’র ফেসবুক পেজে সম্প্রচার হবে রবীন্দ্রজয়ন্তীর বিশেষ এই আয়োজন।

ফেসবুক লিঙ্ক: https://www.facebook.com/gaanwala.m/

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মে ০৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।