ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বঙ্গ নেটওয়ার্কে ১ বিলিয়ন ভিউ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, মে ৯, ২০২০
বঙ্গ নেটওয়ার্কে ১ বিলিয়ন ভিউ

নতুন এক মাইলফলক স্পর্শ করলো দেশের ডিজিটাল বিনোদনের অন্যতম প্ল্যাটফর্ম বঙ্গ। বৃহত্তম ভিডিও স্ট্রিমিং সার্ভিস হিসেবে সম্প্রতি মাসিক ১ বিলিয়ন ভিউর মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বঙ্গ অ্যাপ, ইউটিউবের পার্টনার প্ল্যাটফর্ম এবং ক্রিয়েটর নেটওয়ার্কের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই মাইলফলকটি অর্জন করা সম্ভব হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে ইউটিউব নেটওয়ার্কে ‘বঙ্গ স্টুডিওস’ ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে।

বঙ্গ স্টুডিওস মূলত দেশের শীর্ষ ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করে থাকে। সম্প্রতি করোনা মহামারিতে মানুষের ঘরে থাকাকে উৎসাহিত করতে বঙ্গ তার সকল কনটেন্টের সাবস্ক্রিপশন ফি উন্মুক্ত করে দিয়েছে।

বঙ্গর প্রধান পরিচালন কর্মকর্তা ফায়াজ তাহের বলেন, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ এবং বিশাল একটি অর্জনও বটে। বছরের পর বছর ধরে আমাদের কঠোর পরিশ্রম এই অর্জনে ক্রমান্বয়ে ভূমিকা রেখেছে। বিগত বছরগুলোতে আমরা স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্যার্থে দর্শক বৃদ্ধি করা, মনিটাইজেশন (আয়ের ব্যবস্থা করা) এবং কপিরাইট প্রয়োগের ক্ষেত্রে নিজেদের দক্ষতা গড়ে তুলেছি।  

জানা যায়, এমসিএন নেটওয়ার্কের আওতাধীন হওয়ায় এরই মধ্যে বঙ্গ দেশ সেরা ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও এর কর্পোরেট ক্লায়েন্টসহ প্রায় ৫টি দেশে মোট ৪৫০টিরও বেশি চ্যানেল পরিচালনা করছে।  

চলমান করোনা প্রতিরোধে মানুষের হোম কোয়ারেন্টাইন ও সেলফ আইসোলেশনের দিনগুলোকে বিনোদনময় করে তুলতে এগিয়ে এসেছে বঙ্গ। তাই এখন বঙ্গর সব ব্লকবাস্টার সিনেমা, নাটক ও অন্যান্য বিনোদনের মাধ্যমগুলো দর্শকেরা উপভোগ করতে পারবেন একদম বিনামূল্যে।  

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মে ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।