ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অলকা ইয়াগনিকের সুপারহিট দশ গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ৯, ২০২০
অলকা ইয়াগনিকের সুপারহিট দশ গান অলকা ইয়াগনিক

কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক ১৯৮৮ সালের ‘তেজাব’ সিনেমায় ‘এক দো তিন’ গানের মধ্য দিয়ে প্রথমবার উপমহাদেশে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। গানটির রূপায়নে ছিলেন সুপারস্টার মাধুরী দীক্ষিত। এরপর অলকা একের পর এক তার মিষ্টি কণ্ঠে অনেক হৃদয়ছোঁয়া গান উপহার দিয়েছেন বলিউডে।

দেখে নেওয়া যাক অলকা ইয়াগনিকের কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া বলিউডের সেরা দশটি গান।

১।

এক দো তিন – তেজাব

২। দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে – ধাড়কান

৩। আপকে পিয়ার মেঁ – রাজ

৪। গজব কা হ্যায় দিন – কেয়ামত সে কেয়ামত তক

৫। চোলি কে পিছে কিয়া হ্যায় – খলনায়ক

৬। গালি মেঁ আজ চাঁদ নিকলা – জখম

৭। কিতনি বেচাইন হোকে – কসুর

৮। আগার তুম সাথ হো – তামাশা

৯। তওবা তুমহারে ইয়ে ইশারে

১০। থোড়া সা পিয়ার হুয়া হ্যায় – ম্যায়নে দিল তুঝকো দিয়া

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মে ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।