ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অঞ্জন দত্তের ‘প্রিয় বন্ধু’ থেকে ‘প্রিয় বন্ধু আবার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
অঞ্জন দত্তের ‘প্রিয় বন্ধু’ থেকে ‘প্রিয় বন্ধু আবার’ অঞ্জন দত্ত

দীর্ঘ ২২ বছর আগে দর্শকহৃদয় জয় করা অঞ্জন দত্তের শ্রুতি নাটক ‘প্রিয় বন্ধু’। এবার আসছে নব্বই দশকের দর্শকপ্রিয় সেই নাটকের সিক্যুয়েল।

এর নাম ঠিক করা হয়েছে ‘প্রিয় বন্ধু আবার’।  

সেই জয়িতা ও অর্ণবের বন্ধুত্ব, বাইশ বছর পর, কোথায়, কী ভাবে দাঁড়িয়ে আছে, তা অবশ্যই জানতে আগ্রহী অনেকেই। এমনটাই মনে করেন অঞ্জন দত্ত।

গায়ক-অভিনেতা অঞ্জন দত্ত এ বিষয়ে বলেন, এই লকডাউনে সময় সমর্পিতা, বিপ্রতীম, সোমনাথ ও তাদের দল যখন আমার সঙ্গে যোগাযোগ করে। জানালো, বাড়ি থেকেই অনুষ্ঠান করতে হবে। তখন আমার মনে হল যে, এমন কিছু একটা করতে হবে যেটা শুধু বাড়ি থেকেই হতে পারে। অর্থাৎ যেটা আমি বাড়ি থেকে শুনছি, আপনারা বাড়ি বসে শুনছেন; সেটা গানের অনুষ্ঠান হতে পারে। তবে অনেকেই গানের অনুষ্ঠান করছেন। কিন্তু অনুষ্ঠানগুলো ইন্টিমেট হতে হবে, যেটা মঞ্চে করা যাবে না।

তিনি বলেন, এটা ভাবতে ভাবতে আমার শ্রুতি নাটকের কথা মনে এলো। শ্রুতি নাটক এমন একটা জিনিস, যেটা আপনি রেডিওতে শুনছেন বা কোনো অডিও সিডিতে শুনছেন। তাই অনলাইনে শ্রুতি নাটকটা ওয়ার্ক করতে পারে বলে আমার মনে হলো। সেই ভাবনা থেকে আমার প্রিয় বন্ধুতে ফিরে যাওয়া। যে প্রিয় বন্ধু এতো সাফল্য পেয়েছে, যে প্রিয় বন্ধু নিয়ে বড় হয়েছে এতো মানুষ, এতো বাঙালি। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালি প্রিয় বন্ধুকে পছন্দ করে। সেই প্রিয় বন্ধুতে আমি ফিরে গেলাম।

অঞ্জন দত্তের কথায়, সেই অর্ণবের এই ২০২০- এ কী অবস্থা? জয়িতা কোথায় আছেন? বেঁচে আছেন কিনা, এইসব ভাবতে ভাবতে ‘প্রিয় বন্ধু আবার’ তৈরি করা। আমার নিজের ধারণা, ভালোই হয়েছে, মানে ৭টা নতুন গান, অজস্র চিঠি, মানে চিঠি তো নয়, চিঠি এখন আর কেউ লেখেন না। তাই ইমেইল, হোয়াটস্যাপ, এসএমএস’র ভিত্তিতে তাদের গল্প এগোবে।

অঞ্জন দত্ত ও নীল দত্তের কিছু নতুন গান নিয়ে তৈরি হতে চলেছে এই শ্রুতি নাটক। আগামী ৩০ আগস্ট রাত ৮টায় এর প্রথম প্রিমিয়ার হবে ডিজিটাল মাধ্যম কার্পে ডিয়েম-এ।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।