ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এবার বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল অভিযানে অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এবার বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল অভিযানে অক্ষয় কুমার

‘ইনটু দ্য ওয়াইল্ড’খ্যাত উপস্থাপক বিয়ার গ্রিলসের সঙ্গে এবার জঙ্গল অভিযানে দেখা যাবে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের পর এবার বিয়ার গ্রিলসের সঙ্গে যোগ দিচ্ছেন ‘খিলাড়ি’।

 

শুক্রবার (২১ আগস্ট) বলিউডের ‘খিলাড়ি কুমার’ নিজেই তার টুইটার অ্যাকাউন্টে ঘোষণা দিয়েছেন, তিনি শিগগিরই দেখা দেবেন বিয়ার গ্রিলসের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো’য়ে। জানা যায়, গত জানুয়ারিতেই এই শো’য়ের জন্য বান্দিপুর ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভে অক্ষয়ের সঙ্গে বিয়ার গ্রিলসের শুটিং শেষ হয়।  

২০ সেকেন্ডের একটি মোশন পোস্টার শেয়ার করে ইনটু দ্য ওয়াইল্ডের এই বহুল প্রতীক্ষিত পর্বের এক ঝলক দেখালেন অক্ষয়। ভিডিও শুরুতেই জঙ্গলের ভয়ঙ্কর কুমির দেখা যায়। এরপর দুর্ধর্ষ অভিযাত্রী রূপে বিয়ার গ্রিলস ও অক্ষয় কুমার হাজির হন। আর কুমিরের আক্রমণ থেকে বাঁচতে তারা টারজানের মতো গাছে ঝুলে পাড়ি দেন বিপৎসঙ্কুল জলাশয়।

পোস্টার থেকে জানা যায়, এই টানটান উত্তেজনাপূর্ন পর্বটি ডিসকভারি+ অ্যাপে প্রিমিয়ার হবে আগামী ১১ সেপ্টেম্বর রাত ৮টায়। আর ডিসকভারি চ্যানেলে এটি প্রচার হবে ১৪ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।