ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত এস আই টুটুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
করোনায় আক্রান্ত এস আই টুটুল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ও গায়ক, সুরকার-সঙ্গীত পরিচালক এস আই টুটুল। করোনা পজিটিভ হওয়ার বিষয়টি শিল্পী নিজেই জানিয়েছেন।

 

শুক্রবার (২১ আগস্ট) এস আই টুটুল তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘তিনদিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট-এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আইসোলেশনে আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা? সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিও। ’

তিনি আরও লেখেন, ‘তোমাদের সবার উপর মহান প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিন। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।