ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তখন সবাই আমাকে পাগল বলেছিল: গানচিত্র ‘ছুতো’ প্রসঙ্গে জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
তখন সবাই আমাকে পাগল বলেছিল: গানচিত্র ‘ছুতো’ প্রসঙ্গে জয় জয় শাহরিয়ার

এবার ‘ছুতো’ গানের ভিডিও নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। গাওয়ার পাশাপাশি গানের কথা ও সুর শিল্পীর নিজেরই।

সংগীতায়োজনে পাভেল আরীন।

আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটি এবার ভিডিওতে উন্মুক্ত হয়েছে জয় শাহরিয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজব কারখানার ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন জয় শাহরিয়ার।

করোনাকালে বাসার ছাদে এই গানচিত্র নির্মাণ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘২০১৩ সালে গানটির অডিও প্রকাশ পায়। সিঙ্গেল হিসেবে বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করেছিলাম। তখন সবাই আমাকে পাগল বলেছিল। একটা গান প্রকাশ তাও আবার অনলাইনে। অথচ সেটাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যা আমি সেই সময়ই বুঝেছিলাম আন্তর্জাতিক বাজার দেখে। এটি আমার প্রথম প্রকাশিত এককগান, যা নিজ লেবেল আজব রেকর্ডস থেকে প্রকাশ করি। ’ 

জয় শাহরিয়ার আরও বলেন, ‘গানটার প্রতি আমার আলাদা একটা আবেগ আছে। কিন্তু এতদিন কোনও ভিডিও ছিলো না। তাই, দেরিতে হলেও এবার ভিডিওতে গানটি প্রকাশ করে নিজের মধ্যে ভালোলাগা কাজ করছে। আশা করছি, শ্রোতা-দর্শকের ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।