ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমায় রাবণের চরিত্রে সাইফ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমায় রাবণের চরিত্রে সাইফ!

রামায়ণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে বলিউডের সদ্যঘোষিত আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’। নাম ভূমিকায় অভিনয় করছেন ‘বাহুবলী’খ্যাত প্রভাস।

আর সিনেমাটি নির্মাণ করছেন ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’খ্যাত পরিচালক ওম রাউত।  

এসব তথ্য প্রকাশের পর এবার শোনা যাচ্ছে বড় চমক। আর তা ঠিক হলে ‘আদিপুরুষ’-এ ভিলেনের চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান। খবর প্রকাশ্যে আসতেই বি-টাউনে শুরু হয়েছে নতুন গুঞ্জন। বিভিন্ন মহল থেকে ধারণা করা হচ্ছে, তাহলে কি এবার রাবণের চরিত্রে অভিনয় করবেন ‘তানহাজি’র দুর্দান্ত এই খলনায়ক?

চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। ‘তানহাজি’ অজয় দেবগণের পাশে পাল্লা দিয়ে উদয়ভান সিং রাঠোরের চরিত্রে চমকপ্রদ অভিনয় করেন সাইফ আলী খান। ১৫০ কোটি টাকা বাজেটের সিনেমাটি ৩৬৭ কোটি টাকার ব্যবসা করে। সেই থেকে সাইফের কাজের ধরন পরিচালক ওম রাউতের খুবই পছন্দ।

ভারতীয় সংবাদ সূত্রের খবর, ‘আদিপুরুষ’ সিনেমাতেও ভিলেনের চরিত্র সাইফকে অফার করেছেন পরিচালক। দ্বিতীয়বার একই পরিচালকের সিনেমাতে ভিলেন হিসেবে অভিনয় করবেন কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি সাইফ। শোনা যাচ্ছে, চিত্রনাট্য এবং চরিত্রের কাঠামো যদি তার পছন্দ হয়, তবেই হ্যাঁ করবেন বলিউডের নবাবপুত্র।

সব ঠিক থাকলে, সুরক্ষাবিধি মেনে ২০২১ সালের শুরুতেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালক ওম রাউতের। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রভাস। তারপরই তিনি প্রকাশ করেছেন ‘আদিপুরুষ’র মোশন পোস্টার।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।