ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এবার টুইটারে ঝড় তুলতে স্বনামে হাজির কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
এবার টুইটারে ঝড় তুলতে স্বনামে হাজির কঙ্গনা

সামাজিকমাধ্যমে কমবেশি প্রায় সকল তারকাই সক্রিয় থাকেন। কিন্তু সামাজিক মাধ্যমে কঙ্গনা রনৌত শুধু যে সক্রিয় থাকেন তা নয়, এ যেন একটা ঝড়ের নাম।

আলোচনা-সমালোচনা আর তর্ক-বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি আছেনই।  

এবার আর কোন রাখঢাক নয়, টুইটারে নিজের নামে ভেরিফাইড অ্যাকাউন্টে হাজির হলেন কঙ্গনা। আসলে এই অ্যাকাউন্টটি এতদিন ‘টিম কঙ্গনা রনৌত’ নামে চলছিল। শুক্রবার (২১ আগস্ট) থেকে কঙ্গনা তা নিজের নামে করে নেন। সেসঙ্গে পেয়ে যান অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্লু টিকমার্কও।  

সম্প্রতি কঙ্গনা টুইটারে বেশ সক্রিয হয়ে উঠেছেন। কিছু দিন আগে তার দিদি রঙ্গোলি চান্ডেলের অ্যাকাউন্ট হিংসা ছড়ানোর অভিযোগে টুইটার থেকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। তার পর থেকেই টিম কঙ্গনা রনৌত অ্যাকাউন্টটি বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে এবং সুশান্ত সিং রাজ1পুতের মৃত্যুর পর যাবতীয় মৌখিক লড়াই কঙ্গনা ওই প্রোফাইল থেকেই করতেন।  

তবে নতুন অবতারে এই ফিরে আসাকে অভিনেত্রী ‘টুইটার অভিষেক’ বলছেন। একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা বলেন, আমি যা বিশ্বাস করি, যা ভাবি তা সিনেমার মাধ্যমে বলব ভাবতাম। অনেক ব্র্যান্ড আমাকে লোভনীয় প্রস্তাব দিয়েছিল অ্যাকাউন্ট খোলার কিন্তু তাতে গুরুত্ব দিইনি। তবে এই মাধ্যমের শক্তিটা ক্রমশ উপলব্ধি করলাম। তার উপরে গত কয়েক মাসে এত ঘটনা ঘটেছে যে, মনে হলো নিজের নামে টুইটারে উপস্থিত থাকাটা জরুরি। এখান থেকেই আমি এবার আওয়াজ তুলতে পারব, প্রতিবাদ করতে পারব।

এতদিনে যারা টিম কঙ্গনা রনৌত ফলো করতেন, এবার সরাসরি কঙ্গনা সেখানে হাজির হওয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্তরা। তাদের হ্যাশট্যাগে লেখা ‘বলিউড কুইন অন টুইটার’  এদিন টুইটারে ট্রেন্ডিং ছিল।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।