ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’

বিভিন্ন কারণে বারবার বিলম্বিত হয়েছে ক্রিস্টোফার নোলানের প্রতীক্ষিত থ্রিলার ‘টেনেট’র মুক্তি। তবু ওটিটি প্লাটফর্মে আসছে না সিনেমাটি।

যে করেই হোক সিনেমা হলেই মুক্তি পাবে ‘টেনেট’। এবার সিনেমাটির তৃতীয় ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে মুক্তির চূড়ান্ত তারিখও ঘোষিত হলো।  

২০১৭ সালের মহাকাব্যিক যুদ্ধের সিনেমা ‘ডানকির্ক’র পর ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘টেনেট’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। এছাড়াও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, ডিম্পল কাপাড়িয়া, মাইকেল কেইন ও কেনেথ ব্রানা।  

সিনেমাটির ট্রেলারে দেখা যায়, এতে ‘টাইম ইনভারসন’ বা সময়কে বিপরীতমুখে প্রবাহিত করার ধারণা প্রয়োগ করা হয়েছে। তবে সময় নিয়ে খেলা করা হলেও এখানে কালপরিক্রমা করা হয়নি। অর্থাৎ অতীত কিংবা ভবিষ্যত ভ্রমণের কাহিনি নয় এটা। এই মূল ধারণার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটির ট্রেলারে যতটুকু দেখা গেছে তা দর্শকদের দারুণভাবে আকর্ষণ করতে যথেষ্ট। এর ভিজ্যুয়ালগুলো, বিশেষত সময়ের উল্টোগামিতা দারুণভাবে দৃশ্যায়ন করা হয়েছে। ট্রেলার দেখেই বোঝা যায়, সিনেমাটির বিশাল বাজেট (২০ কোটি ডলার) অযথা খরচ করা হয়নি।

দেখুন ‘টেনেট’র সবশেষ ট্রেলার:

সিনেমাটি ৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘যেখানে প্রেক্ষাগৃহ খোলা আছে’।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।