ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তৌহিদ ইথুনের গানচিত্র 'আকাশ ভালোবাসি' প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
তৌহিদ ইথুনের গানচিত্র 'আকাশ ভালোবাসি' প্রকাশ্যে

নতুন গানচিত্র প্রকাশ করলেন পুলিশ কর্মকর্তা ও সংগীতশিল্পী তৌহিদ ইথুন। ‘আকাশ ভালোবাসি’ শিরোনামের গানচিত্রটি শ্রোতা-দর্শকদের উপহার দিলেন তিনি।

গানটির কথা ও সুর করেছেন শিল্পীর নিজেরই। সংগীতায়োজন করেছেন এম এ রহমান।  

‘আকাশ ভালোবাসি’ গানটি শুক্রবার (২১ আগস্ট) টি-মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

গানচিত্রটি প্রসঙ্গে তৌহিদ ইথুন বলেন, এই গানটি আধুনিক মেলোডি নির্ভর। পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর নিয়মিত গান গাওয়াটা কিছুটা থমকে যায় পেশাগত কারণেই। তবে গানের নেশা কাটেনি কখনও।  

এখন থেকে নিয়মিত গান করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

গানটির সঙ্গে গল্প নির্ভর রোমান্টিক একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন আর. জে. অপু ও রাইসা রিয়া। নির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।