ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রবাসীদের নিয়ে গান 'টাকার মেশিন' 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
প্রবাসীদের নিয়ে গান 'টাকার মেশিন' 

পরিবারের মায়া ছেড়ে নিজ দেশের গণ্ডি পেরিয়ে জীবিকার তাগিতে বিদেশে থাকেন লাখ লাখ প্রবাসী। ভিনদেশে অক্লান্ত পরিশ্রম করেন তারা।

তাদের কষ্টের কথা পরিবারের সদস্যদের কখনই বুঝতে দেন না। সবকিছু সহ্য করেও নিয়মিত দেশে টাকা পাঠিয়ে যান তারা। প্রবাসীদের এমন কষ্টের কথা গানে গানে তুলে ধরা হয়েছে।

'টাকার মেশিন' শিরোনামের গানটি লিখেছেন রিপন মাহমুদ। কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। এর সুর-সংগীত শিল্পী নিজেই করেছেন।  

গানটি প্রসঙ্গে আকাশ মাহমুদ বলেন, যাদের হাতে ঘামে ভেজা টাকায় দেশের উন্নয়ন গতিশীল, সেই প্রবাসীদের জন্যই এই গানটি। তাদের জন্য ভালোবাসা যেন সবার মনে জন্মায় সেই ভাবনা থেকেই গানটি করা।  

গীতিকার রিপন মাহমুদ বলেন, প্রবাসীদেরকে যেন পরিবারের সদস্যরা শুধু টাকার মেশিনই না ভাবেন, গানের মধ্যে তাই বোঝাতে চেয়েছি। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে গানটি লিখেছি।  

'টাকার মেশিন'র ভিডিওতে মডেল হয়েছেন সংগ্রাম, জিতু ও রনি। ভিডিও নির্দেশনা দিয়েছেন এন এ খোকন। এটি শিগগিরই প্রকাশ পাবে ভয়েস টুডে'র ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।