ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বর্ষার হাতে চিংড়ি-মাশরুমের রেসিপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
বর্ষার হাতে চিংড়ি-মাশরুমের রেসিপি

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। শুধু বড় পর্দায় নয়, পর্দার বাইরেও তারা দারুণ জনপ্রিয়।

বিশেষত সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ ও সমাজসেবার জন্য অনন্ত জলিল বিশেষভাবে প্রশংসিত। যদিও তার সঙ্গী হিসেবে বর্ষা সবসময় পাশেই থাকেন। তবে এককভাবে পিছিয়ে নেই বর্ষাও।  

করোনাকালে চিত্রনায়িকা বর্ষা ঘরে বসেই দারুণ দারুণ ভিডিও বানাচ্ছেন। ভিডিওগুলো ফেসবুক ও তার নিজস্ব ইউটিউব চ্যানেলে শেয়ার করছেন। আর তার ভিডিওগুলোর বেশিরভাগেই রয়েছে দারুণ দারুণ রান্নার সব রেসিপি। এসবই যে তার প্রিয়তম জীবনসঙ্গীর জন্যই রান্না করেন, একথা বলাই বাহুল্য। তবে ভক্তদেরও সেই স্বাদ থেকে বঞ্চিত করছেন না অভিনেত্রী। তাই পুরো রেসিপি ও রান্নার ভিডিও শেয়ার করছেন সবার সঙ্গে, যেন তাদের ভক্তরাও তা উপভোগ করতে পারেন ঘরে বসেই।

সম্প্রতি অনন্ত জলিল তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন বর্ষার নতুন রেসিপি চিংড়ি-মাশরুম থাই স্টাইল। একইসাথে এটি বর্ষার ইউটিউব চ্যানেলেও প্রকাশ হয়েছে। আর হাজার হাজার ভক্তও তা উপভোগ করছেন।

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সবশেষ সিনেমা ‘দিন - দ্য ডে’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।