ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রিয়া ও মহেশ ভাটের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
রিয়া ও মহেশ ভাটের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুঘটনা তদন্তকে ঘিরে রিয়া চক্রবর্তী ও মহেশ ভাটের সম্পর্ক ঠিক কী রকম তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে সামাজিকমাধ্যমে। মহেশ কি রিয়ার গডফাদার, নাকি তারা ভালো বন্ধু, নাকি নেহাতই সন্তানস্নেহে রিয়াকে দেখেন মহেশ? এ নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

 

প্রায় দু’মাস ধরে যাবতীয় রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রিয়া চক্রবর্তী। তাকে নিয়ে প্রতিদিনই একের পর এক খবরে তোলপাড় সামাজিকমাধ্যম। এরই মধ্যে ‘টক অব দ্য টাউন’ রিয়া এবং পরিচালক মহেশ ভাটের মধ্যেকার সম্পর্ক। কখনও রিয়ার কাঁধে মহেশের মাথা রাখা ছবি ভাইরাল হয়ে যাচ্ছে, আবার কখনও বা ফাঁস হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে তাদের ব্যক্তিগত কথোপকথন।

তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে নেটাগরিকদের কৌতূহলের শেষ নেই। আর নেটাগরিকদের মতোই তাদের সম্পর্ক নিয়ে কৌতূহলী অভিনেতা শত্রুঘ্ন সিনহাও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবাই জানতে চায় মহেশ ভাট কি রিয়ার কাছে ‘ফাদার ফিগার’, ‘গডফাদার’, নাকি তাদের সম্পর্ক আরও বেশি কিছু?

এ নিয়ে তার কী মনে হয়? এমন প্রশ্নের উত্তরে অভিনেতার বক্তব্য, রিয়াকে কোনোদিনই সামনাসামনি দেখেননি তিনি। এমনকি, মহেশ ভাটের সঙ্গেও বছর পাঁচেক দেখা হয়নি তার। তাই এ বিষয়ে বিশেষ কিছু বলতে না পারলেও তিনি এ সম্পর্ক নিয়ে জানতে চান। পাশাপাশি, সিবিআইয়ের সামনে যাতে সমস্ত তথ্যপ্রমাণ পেশ করা হয় তা-ও দাবি করেছেন শত্রুঘ্ন।

সুশান্ত কাণ্ডে প্রথম থেকেই মেয়ে সোনাক্ষীর একেবারে উল্টো পথে হাঁটছেন শত্রুঘ্ন। সামাজিকমাধ্যমে ‘স্টারকিড’ হওয়ার কারণে মেয়ে যখন ট্রোলড হয়ে নেটাগরিকদের উপর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন, বাবা তখন প্রকাশ্যে করণ জোহরের চ্যাট শো নিয়ে অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছেন সাক্ষাৎকারে। এখানেই শেষ নয়। সোনাক্ষী যখন কঙ্গনা রনৌতের একের পর এক আক্রমণাত্মক টুইট নিয়ে সমালোচনা করছেন, তখন কঙ্গনার সাহসিকতার প্রশংসায় ফেটে পড়ছেন শত্রুঘ্ন। ফলে একই ঘরে বাবা-মেয়ের বিপরীতমুখী অবস্থানটাও নেটাগরিকরা বেশ উপভোগ করছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।