ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মনিরা মিঠুর ছাত্র অ্যালেন, নাদিয়া ও মিতুল 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
মনিরা মিঠুর ছাত্র অ্যালেন, নাদিয়া ও মিতুল  মনিরা মিঠুর ছাত্র নাদিয়া, অ্যালেন ও মিতুল 

মানিকগঞ্জে শুরু হয়েছে টেলিফিল্ম ‘সিঁড়ি’র শুটিং। দশম শ্রেণীর ৩ জন ছাত্র-ছাত্রীর ত্রিভুজ প্রেমের গল্পে এগিয়েছে এই টেলিফিল্ম।

শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হওয়া এই টেলিফিল্মে ৩টি চরিত্রে অভিনয় করছেন অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া এবং আফফান মিতুল।  

তাদের দশম শ্রেণীর ক্লাস টিচারের চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেত্রী মনিরা মিঠু। পি আর প্ল্যাসিডের উপন্যাস ‘সিঁড়ি’ অবলম্বনে নির্মিতব্য এই টেলিফিল্মের চিত্রনাট্য করেছেন মমর রুবেল। পরিচালনায় ‘ইন্দুবালা’ সিনেমার নির্মাতা জয় সরকার।

মনিরা মিঠুর ছাত্র নাদিয়া, অ্যালেন ও মিতুল গল্পে দেখা যায়, রোল ১, ২, ৩- এ থাকে নাদিয়া, অ্যালেন শুভ্র ও আফফান মিতুল। তিনজন ঘনিষ্ঠ বন্ধু, সবসময়ই একসঙ্গে থাকে। এদিকে, অ্যালেন ও আফফান দুইজনই ভালোবাসেন নাদিয়াকে। দূরত্ব তৈরি হয় সবার সাথে সবার, কমতে থাকে পড়াশোনায় মনোনিবেশ। ব্যাপারটি বুঝতে পেরে ক্লাসটিচার মনিরা মিঠু তাদের পড়াশোনায় মনোযোগ দিতে বলেন। কারণ এই এই বয়সে পড়াশোনা বিকল্প আর কিছুই হতে পারে না। তিনি সবাইকে বঙ্গবন্ধুর গল্প শোনান, বঙ্গবন্ধুর বই পড়তে দেন আর বলেন নিজের কথা না ভেবে দেশের জন্যে ভাবতে।  

এতে হেডমাস্টারের চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ এবং দপ্তরির চরিত্রে মুকুল সিরিজ। ২ সেপ্টেম্বর শেষ হবে এই টেলিফিল্মের শুটিং। এতে অভিনয় করতে গিয়ে নস্টালজিক হলেন আফফান মিতুল, ফিরে গেলেন তিনি বাস্তব জীবনে, ক্লাস পড়াকালীন সেই স্মৃতিতে।  

তিনি বলেন, কাজটির জন্যে চুল-দাড়ি-মোছ কেটেছি, ওজন কমিয়েছি। মনিরা মিঠু আপা আমাকে দেখে বলেন, ‘তোমাকে দেখে মনে হচ্ছে ক্লাস সেভেনে পড়ো। ’ এদিকে, গতকাল এফডিসিতে নাম এন্ট্রি হলো আফফান মিতুলের লেখা ‘স্বপ্নের ফেরিওয়ালা’ সিনেমার। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে আফফান মিতুল অভিনীত প্রায় এক ডজন সিনেমার।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।