ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

গানপাগল ফরিদ খানের প্রথম গান ‘বড্ড ভালোবাসি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
গানপাগল ফরিদ খানের প্রথম গান ‘বড্ড ভালোবাসি’ ফরিদ খান

শৈশব থেকেই গানের প্রতি চরম দুর্বলতা ফরিদ খানের। গান ভালোবাসেন জীবনের মতো।

তার চিন্তা-চেতনা জুড়ে শুধুই গান। তার বেঁচে থাকার একমাত্র সম্বল যেন সংগীতই। সংগীতের প্রতি সুগভীর প্রেম ও দুর্বলতার কারণে অনেকেই তাকে ভালোবেসে গানপাগল ফরিদ বলে ডাকেন।

গানপাগল ফরিদ খান এবার ইচ্ছে-শক্তিকে প্রতিষ্ঠা করতে শুরু করেছেন তার সংগীত ক্যারিয়ারের আনুষ্ঠানিক যাত্রা। হ্যাঁ, তার প্রথম ‘বড্ড ভালোবাসি’ এখন উন্মুক্ত ইউটিউবে, তাও নিজের চ্যানেলে।

আবদুল মালেকের কথায় গানটির সুরও করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ফরিদ খান বলেন, ‘গান নিয়ে স্বপ্ন অনেক আগে থেকেই। বন্ধু-শুভাকাঙ্খীদের সহযোগিতা আর অনুপ্রেরণায় অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। ’ 

পছন্দের শিল্পীদের গান শুনতে শুনতেই একদিন স্বপ্ন দেখেন নিজের কণ্ঠে গান তোলার। কিন্তু পথের পাশে ছোট্ট চায়ের দোকানে বাঁধা পড়ে যায় তার স্বপ্নগুলো। গান নিয়ে ফরিদের পাগলামি দেখে তার পাশে দাঁড়ায় বন্ধুরা। স্বপ্নকে সত্যি করে ফরিদ কণ্ঠে তোলেন ‘বড্ড ভালোবাসি’ শিরোনামের গান।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।