ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিরাট-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
বিরাট-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি।

আগামী বছরের শুরুতে তার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক মাধ্যমে স্বামী বিরাট কোহলির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সুখবরটি দিয়েছেন আনুশকা। বেবি বাম্পসহ ছবিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। নতুন অতিথি আসার খবরে দারুণ উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।

ছবির ক্যাপশনে আনুশকা লেখেন, 'এবং তারপর, আমরা তিনজন! পৌঁছাবে ২০২১ সালের জানুয়ারিতে। ' 

খবরটি প্রকাশের পরপরই অনুরাগীরা বিরুস্কাকে অভিনন্দন জানাতে একদমই ভুল করছেন না।

২০১৭ সালে ৯ ডিসেম্বর সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তিন বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।