ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

গুরুতর অসুস্থ রণদীপ হুদা, অস্ত্রোপচারের পর রয়েছেন পর্যবেক্ষণে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
গুরুতর অসুস্থ  রণদীপ হুদা, অস্ত্রোপচারের পর রয়েছেন পর্যবেক্ষণে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। এরই মধ্যে তার বড় একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বর্তমানে চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া জানায়, বুধবার (২৬ আগস্ট) হঠাৎ করে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বাইরে দেখা মেলে রণদীপ হুদার। গাড়ি থেকে নেমে হাসপাতালের ভেতরে যাওয়ার সময় পাপ্পারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তখন সঙ্গে তার বাবাও ছিলেন।  

রুটিন চেকআপের জন্য তিনি হাসপাতালে গিয়েছেন বলে সবাই ধরে নিয়েছিলেন। কিন্তু পড়ে জানা যায়, ওইদিন রাতেই এই তারকার বড় একটি অস্ত্রোপচার হয়েছে। তবে অস্ত্রোপচারের কারণ এখনো অপ্রকাশিত।  

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানায়, অস্ত্রোপচারের আগে তার করোনা পরীক্ষা করা হয়। তবে রেজাল্ট নেগেটিভ আসে।  

গত সপ্তাহে রণদীপ নিজের ৪৪ তম জন্মদিন উদযাপন করেছেন। এ উপলক্ষে পছন্দের সাইকেলও উপহার পেয়েছেন। কিন্তু জন্মদিনের ৭ দিনের মাথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

চলতি বছর 'থর'খ্যাত হলিউড তারকা ক্রিস হেমসওর্থের সঙ্গে 'এক্সট্র্যাকশন' সিনেমায় দেখা যায় রণদীপ হুদাকে। বাংলাদেশের রাজধানী ঢাকাকে কেন্দ্র করে তৈরি এই গল্পটি রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।