ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এফ এ সুমনের নতুন গানচিত্র ‘তুই আমারই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এফ এ সুমনের নতুন গানচিত্র ‘তুই আমারই’ আবদুল আজিজ-সুস্মিতা সিনহা ও এফ এ সুমন

প্রকাশ্যে এসেছে ‘ভিতর কান্দে’খ্যাত সংগীতশিল্পী এফ এ সুমনের নতুন গান-ভিডিও ‘তুই আমারই’। শতরূপা ভট্টাচার্যের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন রূপক তিয়ারী।

 

নির্মিত হয়ে গানটির মিউজিক ভিডিও। এতে অভিনয় করেছেন আবদুল আজিজ ও সুস্মিতা সিনহা। সিনেমাটিক গল্প নিয়ে ভিডিওটি পরিচালনা করেছেন সামছুল হুদা। গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘চন্দ্র টিভি’ ইউটিউব চ্যানেলে।  

এই গান প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। সুর-সংগীতও বেশ ভালো হয়েছে। আমি আমার জায়গা থেকে ভালো করে গাইবার চেষ্টা করেছি। সবমিলিয়ে শ্রোতাদের ভালো লাগার মতো একটি গান হয়েছে। ’ 

মডেল আবদুল আজিজ বলেন, ‘কিছু দিন আগে আমার অভিনীত স্বল্পদৈঘ্য সিনেমা ‘ভাইজান’ বেশ জনপ্রিয় হয়েছিল। আর এই গানটিও তেমনিভাবে দর্শক-শ্রোতামহলে প্রশংসিত বলে বলে আমি আশাবাদি। এছাড়া এফ এ সুমন ভাই বেশ ভালো গান করেন। এই গানের ভিডিওতে আমার সঙ্গে ভালো অভিনয় করেছেন সুস্মিতা সিনহা। ’

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।