ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

লন্ডনে রেইনবো উৎসবে প্রদর্শিত হবে ‘গণ্ডি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
লন্ডনে রেইনবো উৎসবে প্রদর্শিত হবে ‘গণ্ডি’

বয়োজ্যেষ্ঠ দু’জন মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় সিনেমা ‘গণ্ডি’ মুক্তি পেয়েছে চলতি বছর ৭ ফেব্রুয়ারি। এবার দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে যুক্তরাজ্যে।

 

লন্ডনের ২১তম রেইনবো চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ‘গণ্ডি’। উৎসবটি ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। সামাজিক মাধ্যমে উৎসব কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

আরেফীন খান জানিয়েছেন, করোনার জন্য এবার রেইনবো চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে অনলাইনে। 'গণ্ডি' দিয়ে উৎসব উদ্বোধন হতে যাচ্ছে, তাই তিনি উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।  
অবসরে থাকা ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, এটাই উঠে এসেছে ‘গণ্ডি’ তে। গড়াই ফিল্মস প্রযোজিত রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটিতে আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও ভারতের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী জুটি বেঁধেছেন। এতে আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।