ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘সড়ক ২’ সিনেমার গানগুলোতেও ডিসলাইকের ঝড়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
‘সড়ক ২’ সিনেমার গানগুলোতেও ডিসলাইকের ঝড়

২৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘সড়ক ২’। সিনেমাটি যতটা না কাহিনি, গান বা নির্মাণের জন্য আলোচিত, তার চেয়েও বেশি এর নির্মাতা মহেশ ভাট এবং এর অভিনেত্রী আলিয়া ভাট ও পূজা ভাটের কারণে সমালোচিত।

যদিও সিনেমাটির অভিনেতা সঞ্জয় দত্তের প্রতি সমালোচকরাও শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়েছেন।

ইতোমধ্যে বিশ্বের দ্বিতীয় আর ভারতের সর্বোচ্চ ডিসলাইক পাওয়া বা অপছন্দের ট্রেলার হিসেবে রেকর্ড গড়েছে ‘সড়ক ২’। মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পেছনে রিয়া ও মহেশ ভাটের সম্পর্কের কথা উঠে আসার পর থেকেই নেটিজেনদের রোষানলে পড়ে সিনেমাটি। এমনকি সিনেমাটির গানগুলোতেও পড়েছে সেই ঘৃণার ছায়া।  

‘সড়ক ২’ সিনেমার গানগুলো যতই হৃদয়ছোঁয়া বা শ্রুতিমধুর হোক না কেন, মূলত অনেকেই শুধু প্রতিবাদ বা ক্ষোভ জানাতেই ডিসলাইক করছেন। এখন পর্যন্ত প্রতিটি গানে লাইক অপেক্ষা ডিসলাইক সংখ্যা অন্তত তিনগুন বেশি।

একে একে ‘সড়ক ২’ সিনেমার তিনটি গান প্রকাশ করেছে সনি মিউজিক ইন্ডিয়া। সঞ্জয় দত্ত ও পূজা ভাট অভিনীত ১৯৯১ সালের ‘সড়ক’ সিনেমার সিক্যুয়েল ‘সড়ক ২’। সেই সিনেমাটিও পরিচালনা করেছিলেন মহেশ ভাট।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।