ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কে-পপ ব্ল্যাকপিঙ্কের গানে এবার সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
কে-পপ ব্ল্যাকপিঙ্কের গানে এবার সেলেনা গোমেজ

কোরিয়ান পপ সংগীতের পশ্চিমে আগ্রাসন চলছেই। সম্প্রতি বিটিএস’র প্রথম ইংরেজি গান রীতিমতো বিশ্বজুড়ে হুলস্থুল ফেলেছে।

এবার মেয়েদের কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক দলের একটি একক গানে যুক্ত হয়েছেন মার্কিন গায়িকা-গীতিকার সেলেনা গোমেজ।  

ব্ল্যাকপিঙ্কের নতুন একক গান আসছে ‘আইসক্রিম’। আর এ গানটিতেই যুক্ত হয়েছেন সেলেনা। ইতোমধ্যে গানটির টিজারও প্রকাশিত হয়েছে। আর এক ঝলকে তা সত্যিই মন কেড়েছে সবার।

টিজারে দেখা যায়, সেলেনা গোমেজ আইসক্রিমের গাড়ি চালিয়ে নিয়ে আসছেন। আর ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের সদস্য জিসু, জেনি, রোজ ও লিসা দারুণ উত্তেজনা নিয়ে তার জন্য অপেক্ষা করছেন।  

এর আগেও অবশ্য ব্ল্যাকপিঙ্ক এমন কাজ করেছে। চলতি বছরের শুরুতেই তারা ‘সাওয়ার ক্যান্ডি’ গানে লেডি গাগাকে সঙ্গে নিয়েছিলেন।  

ব্ল্যাকপিঙ্কের সবশেষ একক গান ‘হাউ ইউ লাইক দ্যাট’-এর ইউটিউব প্রিমিয়ার অনন্য রেকর্ড গড়েছিল। ইউটিউবে প্রিমিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক ৮ কোটি ৬৩ লাখ ভিউ হয় গানটির। অবশ্য সম্প্রতি সেই রেকর্ড ভেঙে ফেলেছে আরেক জনপ্রিয় কোরিয়ান ব্যান্ডদল বিটিএস’র ‘ডিনামাইট’।  

এদিকে সেলেনা গোমেজ কাজ করছেন এইচবিও ম্যাক্স’র একটি রিয়েলিটি সিরিজে। ‘সেলেনা + শেফ’ শিরোনামের অনুষ্ঠানটিতে বিখ্যাত সব বাবুর্চিদের কাছ থেকে রান্না শেখেন সেলেনা। মূলত করোনা মহামারিতে ঘরে বসেই উপভোগ করার লক্ষ্যে এ অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।