ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

টানটান উত্তেজনা ছড়ালো তেলুগু ‘ভি’ ট্রেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
টানটান উত্তেজনা ছড়ালো তেলুগু ‘ভি’ ট্রেলার

দক্ষিণী তারকা ননি ও সুধীর বাবু অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ভি’ টানটান উত্তেজনা ছড়ালো দর্শকদের মধ্যে। ট্রেলার প্রকাশের পর থেকেই দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে দারুণ উন্মাদনা ছড়ায়।

বহু প্রতীক্ষিত অ্যাকশনে ভরপুর তেলুগু সিনেমাটির ট্রেলার প্রকাশ করে সিনেপ্রেমীদের অপেক্ষা যেন আরও দুঃসহ করে দিলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইম। আরও বিশেষ যে কাজ আমাজন করেছে, তা হলো বিশ্বজুড়ে যারা সিনেমাটির ট্রেলার প্রথম পছন্দ করেছেন এমন ৬,৫০,৪৮৬ জন ভক্তের ছবি যুক্ত করে বিশাল একটি ইংরেজি ‘ভি’ প্রতীকসহ পোস্টার বানিয়েছে।  

সিনেমাটিতে অভিনয় করেছেন ‘ন্যাচারাল স্টার’ ননি ও সুধীর বাবু। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন নিবেতা থমাস ও অদিতি রাও হায়দারি।

আমাজন প্রাইম ভিডিওতে এই প্রথম কোনো তারকাখচিত তেলুগু সিনেমা উপভোগ করতে পারবেন বিশ্বের ২০০ দেশের দর্শক। সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।